হোম > খেলা > ফুটবল

মেসি কবে মাঠে ফিরতে পারেন, জানালেন মায়ামি কোচ

চোটে পড়া লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা যেন কাটছেই না। অরলান্ডো সিটির বিপক্ষে আজ তাঁকে দেখা যায়নি ইন্টার মায়ামির জার্সিতে। কবে ফিরতে পারেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ জেরার্দো তাতা মার্তিনো। 

মেজর লিগ সকারে (এমএলএস) আজ মেসির খেলা নিয়ে অনিশ্চয়তার কথা আগেই জানিয়েছেন মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। মেসি না খেলায় ইন্টার মায়ামি-অরলান্ডো সিটি ম্যাচি গোলশূন্য ড্র হয়েছে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে না খেলানোর সিদ্ধান্ত মায়ামিরই বলে জানিয়েছেন কোচ মার্তিনো। মার্তিনো একই সঙ্গে মায়ামির ব্যস্ত সূচির কথাও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহের রোববার মায়ামি এমএলএসে খেলেছে মন্ট্রিয়লের বিপক্ষে। এমএলএসের আজকের ম্যাচের পর রোববার একই টুর্নামেন্টে মায়ামির ম্যাচ রয়েছে। মার্তিনো সাংবাদিকদের বলেন, ‘তার (মেসি) এখনো চোট রয়েছে। এই অবস্থায় সপ্তাহে তিন ম্যাচ খেলা আসলে কষ্টের। তাকে এমন পরিস্থিতিতে না খেলানো যৌক্তিক মনে হয়েছে আমাদের কাছে। তাকে শনিবারের ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে দিন আরও বাড়তে পারে।’ 

হাঁটুতে ব্যথা মেসি পেয়েছেন চলতি সপ্তাহের রোববার মন্ট্রিয়লের বিপক্ষে। তবু এমএলএসের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এই অবস্থাতেও মেসি নিয়মিত অনুশীলন করছেন বলে জানিয়েছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘লিও কিছুটা অস্বস্তিতে ছিল। তবে অনুশীলন করেছে নিয়মিত। আমরা পরীক্ষানিরীক্ষা করেছি। সব কিছুই ইতিবাচক। সেগুলো পক্ষে এসেছে। আবারও সে অনুশীলন করেছে (বুধবার)। ভালো বোধ করেছে। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। বৃহস্পতিবার ও শুক্রবার সে কেমন বোধ করছে, তার ওপর নির্ভর করছে।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা