হোম > খেলা > ফুটবল

হাসপাতাল ছেড়েছেন এমবাপ্পে, ক্লাব বিশ্বকাপে অভিষেক কবে

ক্রীড়া ডেস্ক    

হাসপাতাল ছাড়লেও কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে রয়েছে এখনো অনিশ্চয়তা। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে ‘অম্লমধুর’ সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। একের পর এক গোল করলেও দিন শেষে শিরোপাবঞ্চিত থাকছেন তিনি। এমনকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে তাঁকে। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে।

পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে (গ্যাস্ট্রোএন্টেরাইটিস) আক্রান্ত হয়ে পরশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমবাপ্পে। ঠিক তার পরদিনই (গতকাল) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ফরাসি তারকার হাসপাতাল ছাড়ার ব্যাপারে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘আজ (গতকাল) বিকেলে হাসপাতাল ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তাঁর চিকিৎসা কার্যক্রম চলবে। আস্তে আস্তে দলে ফিরবেন তিনি।’ এমবাপ্পে যে রোগে (গ্যাস্ট্রোএনটেরিটাইস) আক্রান্ত হয়েছিলেন, সে ক্ষেত্রে অন্ত্রে সংক্রমণ হয়ে বমি, ডায়রিয়া, তলপেটে ব্যথাসহ নানা জটিলতা হতে পারে।

এমবাপ্পেকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। এমনকি ফরাসি ফরোয়ার্ড কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ পরশু পাচুয়ার বিপক্ষে। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল মাদ্রিদ-পাচুয়া ম্যাচ। এই ম্যাচে খেললে ক্লাব বিশ্বকাপে অভিষেক হবে এমবাপ্পের।

পাম বিচ গার্ডেনসে ১৭ জুন রিয়াল মাদ্রিদের অনুশীলনে থাকতে পারেননি এমবাপ্পে। রিয়ালের এক মুখপাত্র তখন জানিয়েছিলেন, ফরাসি ফরোয়ার্ড জ্বরে ভুগছেন। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে পরশু রাতে এমবাপ্পেকে রাখা হয় দলের বাইরে। ফরাসি ফরোয়ার্ডের পরিবর্তে নামানো হয়েছিল গঞ্জালো গার্সিয়াকে। গোল করেছিলেন গার্সিয়া।

এমবাপ্পেহীন রিয়াল মাদ্রিদ পরশু রাতে ১-১ গোলে ড্র করেছে আল হিলালের বিপক্ষে। সমান ১ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার দুই ও তিনে রিয়াল ও আল হিলাল। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রেডবুল সালজবুর্গ। চারে থাকা পাচুয়ার পয়েন্ট শূন্য।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে গত বছর রিয়াল মাদ্রিদে আসেন এমবাপ্পে। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচে করেন ৪৩ গোল। অ্যাসিস্ট করেন ৫ গোলে। তবে মেজর কোনো শিরোপা জেতা হয়নি রিয়ালে নিজের অভিষেক মৌসুমে।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের