হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনা খুব খুশি হবেন, বলছেন মেসি

রেকর্ডটা এবারের বিশ্বকাপেই ভেঙে যাবে এটা জানাই ছিল। অপেক্ষা ছিল শুধু সময়ের। অবশেষে অপেক্ষার সমাপ্তি হয়েছে আর্জেন্টিনার গ্রুপের শেষ ম্যাচে এসে। এত দিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার। গতকাল পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে গুরু ম্যারাডোনার পাশে বসেছিলেন মেসি। আর গতকাল রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। কিংবদন্তির রেকর্ড ভাঙার বিষয়ে পিএসজি তারকার অনুভূতি হচ্ছে, ম্যারাডোনা খুব খুশি হবেন।

পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে গোল দিতে না পারলেও রেকর্ড গড়ে খুশি হয়েছেন মেসি। আর্জেন্টিনার এই তারকা বলেছেন, ‘সম্প্রতি এটি জেনেছি। এ বিষয়ে আগে জানতাম না। এই ধরনের রেকর্ড অর্জন করতে পেরে আনন্দিত লাগছে। আর মনে হয়, আমার জন্য ডিয়েগো খুব খুশি হবেন। কারণ, সে সব সময় আমাকে স্নেহ করতেন। ভালো কিছু করলেই সব সময় খুশি হতেন তিনি।’

২১ ম্যাচ নিয়ে তালিকার শীর্ষে ছিলেন ম্যারাডোনা। ৪ বিশ্বকাপে এই ম্যাচগুলো খেলেছিলেন ‘ফুটবল ঈশ্বর’ নামে খ্যাত এই কিংবদন্তি। তাঁকে ছাড়িয়ে যেতে ৫টি বিশ্বকাপ খেলেছেন মেসি। রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ২২ ম্যাচ নিয়ে শীর্ষে থাকা সাবেক বার্সেলোনা তারকা। সেই সুযোগটা আসছে আগামী ৩ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী