হোম > খেলা > ফুটবল

রেফারির ওপর রাগ ঝাড়লেন বিধ্বস্ত ক্লপ

ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ। 

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’ 

ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’ 

ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’ 

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবে

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ