হোম > খেলা > ফুটবল

ভক্ত-সমর্থকদের অনুরোধে খেলতে নেমে এমবাপ্পের হ্যাটট্রিক 

‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও। 

ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি। 

রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’ 

এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর