হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন এনরিকে

মরক্কোর বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডেই স্পেনের এবারের বিশ্বকাপ যাত্রা থমকে গিয়েছিল। ব্যর্থতার দায় স্বীকারও করেছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। আজ তিনি হলেন বরখাস্ত।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এনরিকের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সভাপতি লুইস রুবিয়ালেস এবং স্পোর্টিং ডিরেক্টর হোসে ফ্রান্সিস্কো মোলিনা দুজনই কোচকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’

এনরিকে স্পেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই দফায়। প্রথমবার ছিল ২০১৮ এর ৯ জুলাই থেকে ২০১৯ এর ১০ মার্চ। আর দ্বিতীয় দফায় ২০১৯ এর ১৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর, ২০২২। সব মিলিয়ে ৪৫ ম্যাচ স্পেনের কোচ ছিলেন এনরিকে। জিতেছেন ২৫ ম্যাচ, হেরেছেন ৯ ম্যাচে এবং বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। এবারের বিশ্বকাপে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। এরপর জার্মানির বিপক্ষে ১-১ ড্র করে স্প্যানিশরা। আর জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় স্পেন। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ষোলোতেই থমকে যায় স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা। গত বিশ্বকাপেও শেষ ষোলোতেই স্পেনের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক