হোম > খেলা > ফুটবল

উরুগুয়ের কোচ হচ্ছেন বিয়েলসা 

ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন। 

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’ 

উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে। 

ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন