হোম > খেলা > ফুটবল

বিপদমুক্ত ফন ডার সার

এখনো নিবিড় পর্যবেক্ষণ বিভাগে থাকলেও ফন ডার সার বিপদমুক্ত আছেন। গতকাল নেদারল্যান্ডস কিংবদন্তির প্রাণ সংশয়ে নেই এমনটি জানিয়েছেন তাঁর স্ত্রী অ্যানেমারি ভ্যান কেস্টেরেন।

অ্যানেমেরির উদ্ধৃতি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আয়াক্স। ফন ডার সারের বর্তমান অবস্থা সম্পর্কে লেখা হয়েছে, ‘এডউইন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সে প্রাণ সংশয়ে নেই। তাকে দেখার জন্য গেলে সে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তার শরীরের কতটা উন্নতি হবে।’

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে গত ৭ জুলাই অসুস্থ হন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ৫২ বছর বয়সী সাবেক আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করানো হয়।

আয়াক্স ডাচ লিগে গত মৌসুম শেষ করে তৃতীয় স্থানে থেকে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।

 ২০১১ সালে ইউনাইটেড থেকে বুটজোড়া তুলে রাখেন ফন ডার সার। ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন তিনি। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এর আগে আয়াক্সের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। মূলত তাঁর উত্থান ডাচ ক্লাবের হয়েই। এ ছাড়া এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আতে’ জুভেন্টাসের হয়েও খেলেছেন।

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট