হোম > খেলা > ফুটবল

অপরাধ প্রমাণিত হলে পয়েন্ট কাটা যাবে ব্রাজিলের! 

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে। আজ এমনটাই জানিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। 

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গত বুধবার সকালে দুই লাতিন প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর আগেই গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ শুরু করে। অবনতিশীল পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রাই পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান। মারামারির ওই ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নিকোলাস ওতামেন্দির হেডে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা। 

গ্লোবোর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)। 

ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল। 

ফুটবলে সহিংসতার জায়গা নেই জানিয়ে এই ম্যাচে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পরশু নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার