হোম > খেলা > ফুটবল

নিউক্যাসলের কাছে বিধ্বস্ত ম্যান ইউনাইটেডকে ধুয়ে দিয়েছেন নেভিল 

এ বছরের ফেব্রুয়ারীতে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপা খরা ঘুচিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ ফাইনালে হেসেখেলে নিউক্যাসলকে হারিয়েছিল ম্যান ইউনাইটেড। ৯ মাস পর এবার মুদ্রার উল্টোপিঠ দেখল ম্যান ইউ। কারাবাও কাপের ২০২৩-২৪ মৌসুমে সেই নিউক্যাসলের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রেড ডেভিলরা। 

ওল্ড ট্রাফোর্ডে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে গত রাতে মুখোমুখি হয়েছে ম্যান ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে ম্যান ইউ। রেড ডেভিলরা বল দখলে রেখেছিল ৬২ শতাংশ ও ৩৮ শতাংশ বল দখলে রেখেছিল নিউক্যাসল। তবে ফিনিশিং দুর্বলতা, প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে থাকায় ৩-০ গোলে হেরেছে ম্যান ইউ। ম্যান ইউ প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে ২টি আর ৫টি শট নিয়েছিল নিউক্যাসল। 

৩-০ গোলে হারায় এবারের ইএফএল কাপের চতুর্থ রাউন্ডেই বিদায় নিতে হয়েছে ম্যান ইউনাইটেডকে। নেভিল আজ টুইট করেছেন, ‘গতরাতে আমরা দেখেছি স্বপ্ন কীভাবে ধুলিসাৎ হয়েছে। ইউনাইটেডের প্রত্যেক ভক্ত বিরক্ত হয়েছেন। তারা ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠেই খেলোয়াড়দের হতাশ হতে দেখা গেছে। পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ম্যানেজারকে চোখের সামনে সংগ্রাম করতে দেখলাম। আমরা এর আগেও এমনটা দেখেছি। আমরা জানি কীভাবে এটা শেষ হবে।’ 

নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় এ মৌসুমে বাজে এক রেকর্ড গড়েছে ম্যান ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলে নিজেদের প্রথম ১৫ ম্যাচের ৮ টিতেই হেরেছে রেড ডেভিলরা। সর্বশেষ ১৯৬২-৬৩ মৌসুমে ম্যান ইউ নিজেদের প্রথম ১৫ ম্যাচের ৯ টিতে হেরেছিল।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী