হোম > খেলা > ফুটবল

মায়ামিতে কোন শাস্তি পেতে যাচ্ছেন মেসি

যুক্তরাষ্ট্রে সময়টা দারুণ উপভোগ করছেন লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামিতে রাঙাচ্ছেন নিজের মতো করে। তবে এই সুসময়ের মধ্যে দুঃসংবাদও শুনতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

রেড বুল এরিনায় গত পরশু এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক রেড বুলস। এমএলএস অভিষেক ম্যাচে দুর্দান্ত গোল করেছেন মেসি। ২-০ গোলে জয়ও পেয়েছে মায়ামি। তবে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মায়ামির মুখপাত্র মলি ডেরেস্কা ম্যাচ শেষে জানিয়েছেন যে মেসি সংবাদ সম্মেলনে যাচ্ছেন না। কিন্তু নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনে দলের কাউকে না কাউকে যেতে হবে। ম্যাচ শেষে মেসি চলে গিয়ে এমএলএসের নিয়ম ভেঙেছেন। তবে কোন শাস্তি পেতে পারেন তা এখনো জানা যায়নি। পরশু ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিল এসসি। ন্যাশভিলকে হারিয়েই লিগস কাপ জিতেছিল মায়ামি।

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেকেই গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মায়ামি। আর গত পরশু এমএলএস অভিষেকে তাঁর (মেসি) দুর্দান্ত গোলের পর মায়ামির সহস্বত্বাধিকারী ইনস্টাগ্রামে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্বপ্নগুলো এভাবেই তৈরি হয়। ধন্যবাদ নিউইয়র্ক। ইন্টার মায়ামির দুর্দান্ত জয়।’

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা