হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলের মূল্য প্রায় ৩৫ কোটি টাকা!

‘মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—প্রয়াত ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সঙ্গেই যেন কথাটা ভালোভাবে মেলে। ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই বছর হতে চলেছে। তবে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের গল্প এখনো শোনা যায়। ৩৬ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে এই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার এই বলকে তোলা হচ্ছে নিলামে, যার মূল্য হতে পারে প্রায় ৩৫ কোটি টাকা।

বর্তমানে তিউনিসিয়ার সাবেক রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি আছে। ইংল্যান্ড-আর্জেন্টিনার সেই বিখ্যাত ম্যাচে রেফারি ছিলেন তিনি। আগামী ১৬ নভেম্বর বলটিকে নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, বলটির দাম হতে পারে ২.৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ২৮ কোটি ৮০ লাখ টাকা)  থেকে ৩ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৩৪ কোটি ৫১ লাখ টাকা)। তিউনিসিয়ার এই রেফারি বলেন,  ‘এই বল আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বিশ্বকে দেখানোর এটা উপযুক্ত সময়। আশা করছি, ক্রেতা এটা প্রদর্শনীতে রাখবে অথবা ভক্তদের সঙ্গে অন্যভাবে শেয়ার করবে।’ 

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে দুটো গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লা আলবিসেলেস্তেরা।

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর