ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।