ভাবা হচ্ছিল, এই বুঝি বয়সের ছাপ পড়তে শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। বছরের শুরু থেকে নিজেকে হারিয়ে খুঁজেছেন পর্তুগিজ মহাতারকা। অনেকে রোনালদোর শেষের শুরুও হয়তো দেখে ফেলেছিল। কিন্তু সমর্থকদের ভাবনা এক ঝটকায় উড়িয়ে গত রাতে রোনালদো প্রমাণ করলেন বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা।
ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে তিনটি গোলই করেছেন রোনালদো। আর এই হ্যাটট্রিকে রেকর্ডের পাতা এলোমেলো করেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি রোনালদোর ৫৯তম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পেশাদার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদোই।
আনঅফিশিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বাইকানের গোল ৮০৫টি। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করে তিনি ছুঁয়ে ফেলেন ৮০৫ গোল করা বাইকানকে। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করে তাঁকেও ছাড়িয়ে যান। আর ৮১ মিনিটে জয়সূচক গোল করে ইউনাইটেডের হয়ে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন।