হোম > খেলা > ফুটবল

‘পিএসজির শিস দেওয়ায় মেসিই দায়ী’

লিওনেল মেসিকে দুয়োধ্বনি দেওয়া যেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সমর্থকদের নিয়মিত কাজ। মেসি গোল করুন বা না-ই করুন, পায়ে বল থাকলেই তাঁকে দেখে শিস বাজান সমর্থকেরা। এমন পরিস্থিতির জন্য আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দায়ী করছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেক।

সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে পিএসজি খেলে শনিবার। লিগ ওয়ানের এই ম্যাচে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল আজাচ্চিও। পার্ক দে প্রিন্সেসে আজাচ্চিওকে ৫-০ গোলে হারায় পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা বড় ব্যবধানে জিতলেও গোল পাননি মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের পায়ে বল গেলেই মেসিকে দেখে দুয়োধ্বনি দেন পিএসজি ভক্তরা। আর ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় পিএসজির থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। পরে অবশ্য তা কমিয়ে আনা হয়। মেসিকে দায়ী করে ফরাসি সংবাদমাধ্যম লেকিপের লেকিপ ডু সয়ার অনুষ্ঠানে ডোমেনেক বলেন, ‘পিএসজিতে সে (মেসি) সফল না। সমর্থকদের জন্য সে কিছু করার চেষ্টা করেনি। এটাই সমস্যা। এই শিসের জন্য সে নিজেই দায়ী।’

পিএসজির সঙ্গে মেসির পুরোনো চুক্তি শেষ হচ্ছে কদিন পরই। নতুন চুক্তি নিয়ে চলছে এখনো জলঘোলা। অন্যদিকে মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গতকাল মঙ্গলবার জানিয়েছে এএফপি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। পরে অবশ্য মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন