হোম > খেলা > ফুটবল

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বাফুফে

ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশকে অবশ্য টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। তবে ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যদিও এতে গ্রুপ রানার্সআপ হিসেবে তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের দরকার ছিল ৪-০ গোলের জয়। অন্যদিকে ভুটানের সামনে শেষ চারে ওঠার জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় ভুটান। ৪৪ মিনিটে তাদের হয়ে গোলটি করেন তেনজিন।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। ৭৫ মিনিটে মোহামেদ জায়িজের গোলে সমতায় ফেরে তারা। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আশাম ইব্রাহিমের গোলে এগিয়েও যায় দলটি। কিন্তু তিন মিনিট পর সমতায় ফেরে ভুটান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। ভুটানকে হারানোর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে তারা।

অপর গ্রুপে আজ নেপালকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৩ পয়েন্ট নিয়ে নেপাল হয়েছে গ্রুপ রানার্সআপ।

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি