হোম > খেলা > ফুটবল

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বাফুফে

ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশকে অবশ্য টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। তবে ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যদিও এতে গ্রুপ রানার্সআপ হিসেবে তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের দরকার ছিল ৪-০ গোলের জয়। অন্যদিকে ভুটানের সামনে শেষ চারে ওঠার জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় ভুটান। ৪৪ মিনিটে তাদের হয়ে গোলটি করেন তেনজিন।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। ৭৫ মিনিটে মোহামেদ জায়িজের গোলে সমতায় ফেরে তারা। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আশাম ইব্রাহিমের গোলে এগিয়েও যায় দলটি। কিন্তু তিন মিনিট পর সমতায় ফেরে ভুটান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। ভুটানকে হারানোর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে তারা।

অপর গ্রুপে আজ নেপালকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৩ পয়েন্ট নিয়ে নেপাল হয়েছে গ্রুপ রানার্সআপ।

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ