হোম > খেলা > ফুটবল

টিকিটে ছাড় দিয়ে ট্রলের শিকার জুভেন্টাস

সিরি আতে কঠিন সময় পার করছে জুভেন্টাস। দলবদলের সময় তথ্য গোপন ও অর্থ নিয়ে মিথ্যাচারের অপরাধে ১৫ পয়েন্টের শাস্তি পেয়েছে দলটি। এতে করে পয়েন্ট তালিকায় তিন থেকে দশে নেমে গেছে লিগের সফল দলটি। 

সেই ধাক্কা সামলানোর আগেই নিজেদের কর্মকাণ্ডের জন্য এবার ট্রলের শিকার হয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে আজ রাতে আতালান্তার বিপক্ষে খেলতে নামবে তারা। এ জন্য সমর্থকদের মাঠে আনতে টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে ক্লাবটি। 

নিজেদের সামাজিক মাধ্যমে ছাড়ের বিষয়টি শেয়ার করলে বিদ্রুপের শিকার হচ্ছে জুভেন্টাস। ছাড়ের শতাংশটা ঠিক শাস্তির সমান বলেই তুরিনের বুড়িদের নিয়ে মজা করছেন সমর্থকেরা। 

সামাজিকমাধ্যমে অনেকে নানাভাবে এই নিয়ে বিদ্রূপ করা শুরু করেছেন। অনেকে জুভেন্টাসের লোগোকে মাইনাস ১৫ এর মতো বানিয়ে নিয়েছেন। একজন লিখেছেন, ‘মহাকাব্যিক ১৫ ’। অন্য একজন লিখেছেন, ‘নিজেরাই এখন নিজেদের নিয়ে মজা শুরু করেছে।’ অনেকে আবার সরাসরি কোনো মন্তব্য না করে হাসির ইমোজি দিয়েছেন। কেউ আবার ইতিবাচক কথা বলেছেন। টুইটারে একজন লিখেছেন, ‘আমরা স্টেডিয়ামে যাব এবং দলকে সমর্থন দেব।’

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান