হোম > খেলা > ফুটবল

খেলোয়াড়দের কথা কেউ ভাবে না, উয়েফাকে ধুয়ে দিলেন ক্লপ

ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।

শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’

 এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।

ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’

যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন