গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ ফুটবল তারকা মার্কাস র্যাশফোর্ড। ঠিক তার কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসি লুইয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল র্যাশফোর্ডের। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটেছে এই দুজনের।
এ দুজনের পুনর্মিলনের খবর প্রথম সামনে আসে ৩ জানুয়ারি। উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলের হারের পর ইংলিশ ফরোয়ার্ডের গাড়িতে দেখা যায় লুসিয়াকে। এরপর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেও নিজেদের সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী।
এর আগে গত মে মাসে র্যাশফোর্ড ও লুসিয়ার আট বছরের সম্পর্কে ছেদ পড়েছিল। সে সময় র্যাশফোর্ডের বাসা থেকেও বেরিয়ে যান লুসিয়া।
আরও পড়ুন: