হোম > খেলা > ফুটবল

মার্তিনেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ফ্রান্স

এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হওয়ার পরেও এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আলোচনা এখনো সরগরম। এবার মার্তিনেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

রোববার লুসাইলে চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন মার্তিনেজ। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্‌যাপন করছিলেন। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’ 

মার্তিনেজের আচরণ নিয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার অভিযোগ করেছিলেন। ফরাসি অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ফিফা আসলে কী করছে? খেলাধুলা মানেই ফেয়ার প্লের অংশ। এর মানে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যারা পরাজিত তাদের প্রতি তো সম্মান দেখাতেই হবে।’ তার আগে ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মার্তিনেজ সবচেয়ে ঘৃণিত ফুটবলার।’ তা ছাড়া আরও এক ঘটনায় শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। রোববার ফাইনাল শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। পরে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফরাসিদের দুয়োধ্বনির জবাব দিতেই অমন উদ্‌যাপন করেছিলেন।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর