হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে আবারও ফাইনাল খেলতে চায় ফ্রান্স 

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হয়েছে ছয়দিন আগে। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ পেয়েছে। লিওনেল মেসি পরম আরাধ্য শিরোপার দেখাও পেয়েছেন। তবে ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা তা মানতেই চাইছেন না। বরং এই ফাইনাল ম্যাচ আবার মাঠে গড়ানোর দাবি জানিয়েছেন ফরাসিরা।

লুসাইলে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে গিয়েছিল। এরপর ৯০ মিনিটে ২-২ এবং ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফ্রান্স সমর্থকদের দাবি, রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে। ফাইনাল ম্যাচ পুনরায় হওয়ার জন্য এরই মধ্যে ২ লাখের অধিক ফরাসি অনলাইনে পিটিশন দায়ের করেছেন। পিটিশনে দাবি করা হয়েছে, ‘রেফারি বিক্রি হয়ে গেছেন। ‘এমনকি ম্যাচের ২৩ মিনিটের সময় মেসি যে পেনাল্টি নিয়েছেন, সেটা নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে। তাদের মতে, আনহেল দি মারিয়াকে ডি বক্সে উসমান দেম্বেলে গুরুতর ফাউল করেননি। 

কাতার বিশ্বকাপসহ এখন পর্যন্ত ২২ বার হয়েছে ফুটবল বিশ্বকাপ। সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল,৪টি করে শিরোপা জিতেছে জার্মানি ও ইতালি। ৩টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, দুইবার করে জিতেছে উরুগুয়ে ও ফ্রান্স। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও স্পেন। 

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি