বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গিয়ে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। নিয়মিত মাঠে নামলেও সেরা ছন্দে দেখা যায়নি এই আর্জেন্টাইন তারকাকে। মেসির নিষ্প্রভ সময়ে ভালো করতে পারছে না পিএসজিও। মেসির কাছের বন্ধু লুইস সুয়ারেজ অবশ্য দাবি করেছেন, প্যারিসে মেসি নানা ধরনের সমস্যায় পড়েছেন। যার মধ্যে শীতের কষ্টও আছে।
বার্সায় খেলার সময় থেকে বেশ ভালো বন্ধুত্ব মেসি ও সুয়ারেজের। খেলার বাইরে আলাদাভাবে সময় কাটায় এই দুজনের পরিবার। একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে সুয়ারেজ বলেন, ‘আমরা প্রতিদিন কথা বলি। আমরা খেলা নিয়ে এবং পারিবারিক বিষয়ে কথা বলি।’
নিজেদের ব্যক্তিগত আলাপের মাঝেই সুয়ারেজকে প্যারিসের বিরূপ আবহাওয়ায় কষ্ট পাওয়ার কথা জানান মেসি। সুয়ারেজ বলেন, ‘সে আমাকে বলেছে, শীতের মধ্যে যখন খেলতে হয় তখন তুষারে তার অনেক কষ্ট হয়। এই ধরনের ঠান্ডা পরিবেশে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে।’
এদিকে, সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর সময়টা রাঙাতে পারছেন না মেসি। নিসের সঙ্গে ড্র করার পর লঁসের বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পিএসজি। সামনের ম্যাচগুলোতে এখন মেসি ফিরে আসার দিকে তাকিয়ে পিএসজি সমর্থকেরা।