হোম > খেলা > ফুটবল

অর্থমন্ত্রীর কাছে ৩০ কোটি টাকা চাইবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এবারের বাজেটে আলাদা কোনো বরাদ্দ পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবু সরকারের কাছে বাড়তি বরাদ্দের আশা এখনো ছাড়েনি ফেডারেশন। প্রয়োজনে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করে বাড়তি বাজেট চাওয়া হবে, আজ এমনটাই জানিয়েছেন বাফুফে সহসভাপতি আবদুস সালাম মূর্শেদি।

গতবারের বাজেটে আলাদাভাবে ২০ কোটি টাকা পেয়েছিল বাফুফে। এবার বরাদ্দ হিসেবে ৫০ কোটি টাকা চেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে গতবারের খরচ নিয়ে আপত্তি থাকায় এবারের বাজেটে আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয়নি ফেডারেশনটিকে। চাপে পড়ে তাই টাকার অঙ্ক কমাচ্ছে বাফুফে। ৫০ কোটি নয়, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ৩০ কোটি টাকা চাওয়া হবে বলে জানিয়েছেন সালাম মূর্শেদি। আজ পেশাদার লিগ কমিটির সভা শেষে তিনি বলেছেন,‘অর্থমন্ত্রী সময় দিলেই তাঁর সঙ্গে আমরা কথা বলতে চাই।’

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২২ জুন থেকে শুরু হওয়ার কথা বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব। তবে সেটি পেছাবে বলে জানিয়েছেন লিগ কমিটি প্রধানের দায়িত্বে থাকা সালাম মূর্শেদি। ওমানের বিপক্ষে ১৫ জুন নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতার থেকে ফিরে কোয়ারেন্টিন পর্ব শেষ করতে হবে জাতীয় দলের ফুটবলারদের। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া লিগ শুরু করতে চায় না লিগের দলগুলো। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের কোয়ারেন্টিন পর্ব কমিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে বাফুফে। লিগের দ্বিতীয় পর্বে মাঠের সংখ্যা চার থেকে তিনে নেমে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী