হোম > খেলা > ফুটবল

পিছিয়ে পড়ে জিতলেও রিয়ালের যে ‘অস্বস্তি’ 

পিছিয়ে থেকে ম্যাচ জেতার অভ্যাস তো রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। ব্যতিক্রম হয়নি এবারও। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় এমনই জয় পেয়েছে মাদ্রিদ। তবু মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির রয়েছে দুশ্চিন্তা। 

সান্টিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদ ও মাদ্রিদের লড়াই হয়েছে সমানে সমানে। ৫২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মাদ্রিদ ৮টি শট করেছিল। অন্যদিকে সোসিয়েদাদ বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ, লক্ষ্য বরাবর ছিল ৫ শট। যার মধ্যে শুরুতে তাড়াতাড়ি গোল করে সোসিয়েদাদ। ৫ মিনিটে গোল করেন সোসিয়াদাদের ফরোয়ার্ড আন্দ্রে বারানেতজিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সোসিয়াদাদ। তবে দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে মাদ্রিদ। ৪৬ মিনিটে ফ্রান গার্সিয়ার অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। ৬০ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন হোসেলু। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। 

শুধু এই ম্যাচেই নয়, এবারের লা লিগায় ৩ ম্যাচে প্রথমে গোল হজম করে জিতেছে মাদ্রিদ। আনচেলত্তির মতে, প্রথমে গোল হজম করলে জেতা একটু কঠিন হয়ে যায়। মাদ্রিদ কোচ বলেন, ‘পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচে আমরা গোল হজম করেছি। ঘুরে দাঁড়িয়ে তারপর জিতেছি। তবে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। প্রথমে গোল হজম করলে তা কঠিন হয়ে যায়। ভালভার্দে, রদ্রিগো, হোসেলু, মদ্রিচের মতো গোল স্কোরার আমাদের রয়েছে। তবে ১-০ তে পিছিয়ে থেকে যেন খেলা শুরু করতে না হয়, তা নিয়ে ভাবতে হবে।’ 

চলতি মৌসুমের লা লিগায় এখনো পর্যন্ত এক ম্যাচ হারেনি মাদ্রিদ। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আনচেলত্তির দল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৩। ৫ ম্যাচ খেলে বার্সা জিতেছে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা