হোম > খেলা > ফুটবল

ছাঁটাই নয়, নতুন মৌসুমের আগে ছুটিতে যাব, বলছেন টেন হাগ

ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।

আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।

ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’ 

শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। 

টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ