পেপ গার্দিওলার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার সিটি জিতছিল নিয়মিতই। চ্যাম্পিয়নস লিগটাই শুধু বাকি ছিল। গত পরশু তাঁর সেই আক্ষেপও ঘুচে যায়। সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়কে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয় ম্যান সিটি ও ইন্টার মিলান। যা ছিল ম্যান সিটির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ইস্তাম্বুলের ফাইনালে মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। সিটির এই জয়কে আর্জেন্টিনার ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা। লুসাইলে প্রথম বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে গার্দিওলা বলেন, ‘আমার মতে সফল হয়েছি আমি। মেসির সঙ্গে আমারটার কোনো অংশে কম তুলনা করতে চাই না। যেখানে বিশ্বকাপে তার (মেসি) অভিব্যক্তিই বলে দিয়েছিল, আমি পেরেছি। আমি পেরেছি।’