হোম > খেলা > ফুটবল

গ্রিজমানের রাগ ভাঙাতে যা বললেন অধিনায়ক এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ রাতে। ২০২৪ ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট ফ্রান্স-নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের পর দুই দলেরই এটি প্রথম ম্যাচ। নিজেদের মাঠ স্তাদে দে ফ্রান্সে ফরাসিদের প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন এমবাপ্পে। 

 ২০২২ বিশ্বকাপের ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। দলে অনেক সিনিয়র থাকলেও টটেনহাম গোলরক্ষকের উত্তরসূরি হিসেবে কোচ দিদিয়ের দেশম আর্মব্যান্ড তুলে দিয়েছেন ২৪ বছর বয়সী এমবাপ্পের হাতে। আর সহ অধিনায়ক করা হয়েছে আঁতোয়ান গ্রিজমানকে। এ নিয়ে ‘গৃহযুদ্ধ’ বেঁধেছে ফরাসি শিবিরে। 

কোচের সিদ্ধান্তে খুশি নন গ্রিজমান। সিনিয়র হওয়া সত্ত্বেও অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সেটি এখন কারও অজানা নয়। তবে নেতৃত্ব পাওয়ার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। সতীর্থ গ্রিজির সঙ্গে কথা বলেছেন পিএসজির তারকা। জানিয়েছেন তিনি, গ্রিজমানের বিষয়টি বোঝেন। 

এমবাপ্পে বলেছেন, ‘আমি আঁতোয়ানের সঙ্গে কথা বলেছি। সে হতাশ হয়েছে এবং সত্যি বলতে বিষয়টি অনুধাবন করা যায়। তাকে বলেছি, আমিও একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমি তাকে যা বলেছি সেটি হলো, যত দিন আমি অধিনায়ক আছি এবং সে সহ অধিনায়ক, আমি তার ওপর কর্তৃত্ব খাটাব না।’ 

এমবাপ্পে-গ্রিজমান দুজনই ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলেছেন ৬৬ ম্যাচ। ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক সহ আসরের সর্বোচ্চ গোলদাতা হোন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন দুই গোল। 

গ্রিজমান ফ্রান্সের হয়ে খেলেছেন ১১৭ ম্যাচ। ২০১৪ সালে অভিষেক হয় তাঁর। আতলেতিকো মাদ্রিদ তারকার সম্পর্কে এমবাপ্পের মন্তব্য, ‘সে ফ্রান্স দলের অভিজ্ঞ খেলোয়াড়, যা আমার নেই।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন