হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে মার্তিনেজের আচরণে মেসিকে দায় দিচ্ছেন উয়েফা সভাপতি

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাস পরেও রয়ে গেছে এর রেশ। এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফাইনালে মার্তিনেজের আচরণ নিয়ে সমালোচনা চলছেই। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফারিন এখানে দায়ী করছেন লিওনেল মেসিকে। 

লুসাইলে গত বছরের ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। ম্যাচ টাইব্রেকারে গড়ালে দেখা যায় ভিন্ন এক মার্তিনেজকে। ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করে হলুদ কার্ড দেখেছেন তিনি। আর গোল্ডেন গ্লাভসের পুরস্কার জেতার পর তাঁর সেই অদ্ভুত উদ্‌যাপনের গল্প সবারই জানা। সেফারিনের মতে, এখানে প্রতিপক্ষকে অসম্মান করা হয়েছে। মেসিকে এ ঘটনার দায় দিয়ে উয়েফা সভাপতি বলেন, ‘মেসির কিছু বলা উচিত ছিল। তাকে (মার্তিনেজ) এসব করতে নিষেধ করা উচিত ছিল। কীভাবে অপরকে সম্মান করতে হয়, তা বলা উচিত ছিল।’ 

মার্তিনেজ শুধু এই ফাইনালেই থেমে থাকেননি, শিরোপা জয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নীরবতা পালনের নাম করে উপহাস করেছিলেন। এরপর বুয়েন্স এইরেসে বাস প্যারেডের সময় এমবাপ্পের পুতুল হাতে নিয়ে উদ্‌যাপন করেছিলেন মার্তিনেজ। ফরাসি ফুটবলারকে এভাবে উপহাস করা পছন্দ হয়নি সেফারিনের, ‘আমি বুঝতে পারছি না, এমবাপ্পেকে নিয়ে সে (মার্তিনেজ) মজা কেন করল। এটা খেলোয়াড়সুলভ আচরণ না। এটা ছিল উদ্দেশ্যমূলক।’

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন