হোম > খেলা > ফুটবল

আর্সেনাল ও ডর্টমুন্ডের কষ্টার্জিত জয় 

বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। আজ রাতে হফেনহেইমকে ১-০ গোলে হারিয়েছে এডিন তারজিচের দল। এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে টপকে শীর্ষে উঠে এসেছে ডর্টমুন্ড। 

তবে ফের শীর্ষে ফেরার সুযোগ আছে জার্মান চ্যাম্পিয়নদের। আগামীকাল ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে হারিয়ে ডর্টমুন্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারলে সমান ৪৬ পয়েন্ট নিয়েও সিংহাসনে বসবে বায়ার্ন। 

হফেনহেইমের মাঠে প্রথমার্ধ শেষ করার দুই মিনিট আগে এগিয়ে যায় ডর্টমুন্ড। মার্কো রয়েসের পাস থেকে জাল খুঁজে নেন হুলিয়ান ব্রান্ড। ৫১ মিনিটে গোল শোধ দিত পারত হফেনহেইম। তবে ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি এর ৭ মিনিট পর ভিএআরে গোল বাতিল হওয়ায় ব্যবধান দ্বিগুণ করা হয়নি ডর্টমুন্ডের। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে তাদেরই মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটে লিসান্দ্রো ট্রোসার্ডের পাস থেকে জাল খুঁজে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি। 

এর আগে জালের দেখা পেয়েছিলেন ট্রোসার্ড। কিন্তু ২৮ মিনিটে করা তাঁর গোলটি বাতিল হয় ভিএআরে। এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল গানাররা। মিকেল আর্তেতার দল ৫ পয়েন্ট এগিয়ে গেছে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক