হোম > খেলা > ফুটবল

শিরোপা হারানো রিয়ালের সামনে এবার বড় বিপদও

ক্রীড়া ডেস্ক    

বড় শাস্তি পেতে পারেন রুদিগার। ছবি: সংগৃহীত

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রুদিগার এবং তাঁর সতীর্থ লুকাস ভাসকেস। তাঁরা বদলি হয়ে ডাগ আউটে থেকেই রেফারির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখান। প্রতিবাদস্বরূপ রুদিগার একটি বস্তু ছুড়ে মারেন রেফারিকে লক্ষ্য করে, যার ফলে সঙ্গে সঙ্গেই তাঁকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য হতাশাজনক রাতকে আরও কঠিন করে তোলে। রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও লুকাস ভাসকেসকে পরে বাজে মন্তব্যের জন্য লাল কার্ড দেখানো হয়। কোপা দেল রেতে নিষিদ্ধ হতে পারেন তাঁরা।

রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএত্সিয়া ম্যাচ শেষে তাঁর প্রতিবেদনে বলেন, ‘রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক আন্তোনিও রুদিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন, যা আমাকে লক্ষ্য করে ছোড়া হলেও তা আমার শরীরে লাগেনি।’ জানা গেছে, রুদিগার রেফারির দিকে একটি বরফের টুকরো ছুড়ে মারেন।

যদি রুদিগারের এই ঘটনা আরও গুরুতর বলে বিবেচিত হয়, তাহলে ‘রেফারির প্রতি আক্রমণ’ সংক্রান্ত ধারা ১০৪ অনুযায়ী—খেলোয়াড়দের ৩ থেকে ৬ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। আর যদি ঘটনাটি ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে, এমন কিছু হিসেবে বিবেচিত হয়, তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বাড়তে পারে। যদিও রেফারির চিকিৎসা প্রয়োজন হয়নি এই ঘটনায়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুদিগারের ঘটনা তদন্ত করে কয়েক দিনের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে আপাতত ন্যূনতম শাস্তি হিসেবে ৪ থেকে ১২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই জার্মান ডিফেন্ডার। তবে ঘটনা গুরুতর প্রমাণিত হলে শাস্তির সময়সীমা বাড়তে পারে।

গত রাতে এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনালে রিয়াল নামে প্রতিশোধের মিশনে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রুদিগারের নিষেধাজ্ঞা লা লিগায়ও কার্যকর হবে। সে ক্ষেত্রে রিয়ালের ভঙ্গুর রক্ষণ আরও বেশি দুর্বল হয়ে পড়তে পারে। লিগ শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকাও কঠিন চ্যালেঞ্জ লস ব্লাঙ্কোসদের।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান