আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের রেকর্ড গড়েছেন যুজবেন্দ্র চাহাল। এবার টুর্নামেন্টের আরেকটি রেকর্ডে নাম তুলেছেন ভারতের লেগস্পিনার। আজকের রেকর্ডটা অবশ্য খুব দ্রুতই ভুলে যেতে চাইবেন তিনি।
অবশ্য শুধু চাহাল নন, যেকোনো বোলারই দ্রুত এমন রেকর্ড ভুলে যেতে চাইবেন। আজ আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা খাওয়া বোলারের বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি। ২২৪ ছক্কায় শীর্ষে আছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য রাজস্থান রয়্যালস তাড়া করে জিততে পারলে ছক্কা খাওয়ার সংখ্যাটা আরও বাড়তে পারে এবারের টুর্নামেন্টেই। আজ জিতলে আগামী ২৬ মে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান।
আইপিএলে উইকেটশিকারির মতো চাহালের পরেই ছক্কা খাওয়ায় দুইয়ে আছেন পিযুষ চাওলা। টুর্নামেন্টের ইতিহাসে ২২২ ছক্কা খেয়েছেন ১৯২ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে থাকা চাওলা। তাঁদের পরে ২০৬ ছক্কা খেয়ে তিনে আছেন রবীন্দ্র জাদেজা। আর চারে আছেন চাহালের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ২০২ ছক্কা খেয়েছেন রাজস্থানের এই অফস্পিনার।