প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরকে সামনে রেখে কিছুদিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু বাংলাদেশ সফরে আসার আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে ডারসি ব্রাউনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বাঁ পায়ের চোটে ছিটকে গেছেন অজি পেসার। স্ক্যানে বাঁ পায়ে নাভিকিউলার স্ট্রেস ধরা পড়েছে। ২১ বছর বয়সী পেসার শুধু বাংলাদেশের সফরই নয়, আরও দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন। কবে ফিরতে পারে জানে না ক্রিকেট অস্ট্রেলিয়াও। তবে ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারেন তিনি।
ব্রাউনের বদলি হিসেবে ইতিমধ্যে গ্রেস হারিসের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ৩০ বছর বয়সী অফ স্পিনার শুধু ওয়ানডে সংস্করণের জন্য। কারণ টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই তিনিই আছেন। তবে সংক্ষিপ্ত সংস্করণে ব্রাউনের বদলি কে হবেন তা জানায়নি অস্ট্রেলিয়া। ব্রাউনের মতো বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা অলরাউন্ডার হিথার গ্রাহামও। তিনি এখনো পুরোপুরি ফিট হননি।
বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে আবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজেও মুখোমুখি হবে দুই দল। আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে ৭ বারের ওয়ানডে বিশ্বকাপজয়ীদের। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টি হবে ৩১ মার্চ। বাকি দুটি হবে ২ ও ৪ এপ্রিল।