হোম > খেলা > ক্রিকেট

ঘরে ছেলেকে নিয়ে জয় উদ্‌যাপন করলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল মুশফিকুর রহিমেরও। কিন্তু অস্ট্রেলিয়ার কড়া শর্ত খেলতে দেয়নি তাঁকে। বিসিবি মুশফিককে খেলানোর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার মন গলাতে না পারায় বাসাতেই থাকতে হয়েছে মুশিকে। ঘরে বসেই তাই সাকিব–মোস্তাফিজদের খেলা দেখতে হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। 

মাঠটাকে যে মুশফিক মিস করছেন, তা বোঝা যাচ্ছিল সিরিজের প্রতি ম্যাচ শেষেই। খেলতে না পারলেও সতীর্থদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন বাসা থেকে। উদ্‌যাপনও করছিলেন সেখানে বসেই। আজ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে জয়ের পর আবার ফেসবুকে ভক্তদের সামনে ধরা দিলেন মুশফিকুর রহিম। তবে এবার স্ট্যাটাস দিয়েই থামেননি। বাংলাদেশের জয় নিশ্চিত হতেই ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে নিয়ে ফেসবুকে হাজির মুশফিক। 

ছবিতে দেখা যাচ্ছিল উচ্ছ্বসিত বাবা–ছেলেকে। মুশফিকের মুখে তো হাসি ছিলই, মায়ানও হাতে ছোট্ট বাঘের পুতুল নিয়ে করছিল উৎসব। বাবা–ছেলের উৎসবের পেছনে টিভি পর্দায় ভাসছিল সাকিব–সাইফউদ্দিনের ‘সোনায়খচিত’ বোলিং পরিসংখ্যানটা। 

সেই ছবির ওপর মুশফিক লিখেছেন, ‘আমাদের জন্য কি দারুণ একটি মুহূর্ত! কি অসাধারণ জয়, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪–১ এ সিরিজ জয়। আলহামদুলিল্লাহ! আমার দলের প্রত্যেককে এবং সবাইকে অভিনন্দন।’ 

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি