হোম > খেলা > ক্রিকেট

চমক রেখে বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ছবি: এএফপি

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।

স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক করে আজ বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তিনিই দলটির উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। টপ অর্ডারে থাকছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিংয়ের মতো ওপেনাররা। ও’ডাউড ও বিক্রমজিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট ১২২.২৭ ও ১১৪.১১। খণ্ডকালীন পেসার হিসেবেও কাজ করতে পারেন বিক্রমজিৎ। এদিকে বাঁহাতি পেসার ফ্লেচার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ ম্যাচে ১২ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন এই দুই ম্যাচ।

ব্যাটিং লাইনআপে বিক্রমজিৎ, ম্যাক্স ও’ডাউডের সঙ্গে থাকছেন তেজা নিদামানুরু, নোয়া ক্রোজের মতো ব্যাটাররা। স্পিন বোলিংয়ে অলরাউন্ডার আরিয়ান দত্তর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম ও লেগস্পিনার সারিজ আহমাদ। পেস বোলিং লাইনআপে বাঁহাতি পেসার ফ্লেচারের পাশাপাশি থাকছেন রায়ান ক্লেইন, কাইল ক্লেইন ও পল ফন মিকিরেন। ডাচ বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৪ উইকেট নিয়েছেন মিকিরেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৭৪ টি-টোয়েন্টিতে তিনি বোলিং করেছেন ৭.০৪ ইকোনমিতে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল