হোম > খেলা > ক্রিকেট

মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গেলেন কোহলি, আবারও কি...

মেজাজ হারালেন কোহলি। ছবি: এএফপি

একদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়ে দিচ্ছেন তাঁরা।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। এবার রাগকে মেজাজ হারালেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরত যাচ্ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে দুয়ো দেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। সেদিকে না তাকিয়ে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা।

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহলি। ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যায় তাঁকে। তবে এবার নতুন করে কোনো শাস্তর মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখনো জানা যায়নি।

কোহলি যখন আউট হন, দিনের খেলা প্রায় শেষদিকে। এ সময় উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতের। তার আগে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল। কিন্তু নিজেও টিকতে পারলেন না বেশিক্ষণ।

চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীলভাবে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৫ উইকেটে ১৬৪ রানে আজ সিরিজের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো ৩১০ রানে পিছিয়ে সফরকারীরা।

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড