হোম > খেলা > ক্রিকেট

কোম্পানি তবে এবার বায়ার্নেই যাচ্ছেন

দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও। 

তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে। 

টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি। 

২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি। 

কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি। 

টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত