হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে নেই কামিন্স-হ্যাজেলউডও

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না কামিন্স-হ্যাজেলউড। ছবি: এএফপি

প্রথমে মিচেল মার্শ, এরপর অবসরের বোমা ফাটালেন মার্কাস স্টয়নিস। কিন্তু এখানেই শেষ নয়। এবার চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও।

টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক জটিলতার মধ্য দিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি কামিন্স। তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। সেই দৌড়ে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।

হ্যাজেলউড কাফ স্ট্রেইনের পাশাপাশি নতুন করে ভুগছেন নিতম্বের চোটে। দুই পেসারেরই তাই সেরে উঠতে সময় লাগবে।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে এবং চ্যাম্পিয়নস ট্রফির আগে সেরে উঠতে পারবে না। টা হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বাকিদের পারফর্ম করার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে চলমান গল টেস্ট শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবে তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ খেলতে স্কোয়াডে ডাকা হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও বেন দোয়ারশুইস।

এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড