চা-বিরতির পর লড়াইটা বেশি জমাতে পারেননি লিটন দাস ও তাসকিন আহমেদ। ১০৮ রানের লিডটাও তাই বেশি দূর এগোয়নি। চা-বিরতির পর আর মাত্র রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। স্বাগতিকেরা অলআউট হয়েছে ২৩১ রানে। চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য ১৪৫ রান।
লিটনের আউটের পরই মূলত বাংলাদেশের লিড বাড়ানোর আশা শেষ হয়। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৯৮ বলের ইনিংসে ৭ চারে ৭৩ রান করেন তিনি। লিটনের আউটের পর আর মাত্র ১২ রান যোগ করতে পারে বাংলাদেশ।
একপ্রান্তে তাসকিন অপরাজিতই থেকে যান। শেষ দুই ব্যাটার থেকে সে অর্থে সমর্থন পাননি। প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ১ রানে ফেরেন তাইজুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে রানআউটের শিকার হন খালেদ আহমেদ।
আরেকটি ইনিংস। আরেকবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। জাকির হাসানের ৫১ রানের ইনিংস ছাড়া বলার মতো স্কোর নেই আর কারও। সিরিজটা ভুলে যেতে চাইবেন মুশফিকুর রহিম। চার ইনিংসে সব মিলিয়ে ১২৩ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে ৯ রানে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হন।