হোম > খেলা > ক্রিকেট

সুযোগ পেয়েও দলকে জেতাতে পারলেন না সাইফ

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তান সিরিজের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাইফ হাসান। ছবি: ক্রিকইনফো

সবশেষ এশিয়া কাপ থেকে বাংলাদেশের ব্যাটিং ভরসায় পরিণত হয়েছেন সাইফ হাসান। কিছু ম্যাচ জয়ী ইনিংস খেলে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। আরও একবার জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। সে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। সাইফ দল জেতাতে না পারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ।

আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরেছে অ্যাসপিন স্ট্যালিয়নস। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্ট্যালিয়নসের ইনিংস থেমেছে ১১০ রানে। জয়ের সমীকরণ হাতের নাগালেই ছিল তাদের। শেষ ৬ বলে করতে হতো মাত্র ৮ রান। ভরসা ছিল সাইফ ক্রিজে থাকায়। হতাশ করেছেন এই ব্যাটার।

নর্দান অধিনায়ক শাহনেওয়াজ দাহানির করা প্রথম বলে সিঙ্গেল নেন সাইফ। তৃতীয় বলে স্ট্রাইকে ফিরে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন। ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সাইফের বিদায়ের পর তাইমাল মিলস, স্যাম বিলিংসরাও দল জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন দাহানি। মাত্র ৩ রান খরচায় ২ উইকেট নেন তিনি। অধিনায়কের সমান ২ উইকেট নেন তাসকিন। ২ ওভারে ঢাকা এক্সপ্রেস দেন ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন তাসকিন। নবম ওভারে আভিস্কা ফার্নান্দোকে বিদায় করেন তিনি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হজরতউল্লাহ জাজাইকে হারায় নর্দান। দ্বিতীয় উইকেটে ১০৩ রান যোগ করেন কলিন মুনরো ও জনসন চার্লস। ৩৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৫ রান করেন চার্লস। মুনরোর অবদান ৩৮ রান।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল