হোম > খেলা > ক্রিকেট

কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার।

হারারেতে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২০ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ১২১ রানের লক্ষ্য ১৩.৫ ওভারে তাড়া করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার টিম সেইফার্ট (৩)। রাচিন রবীন্দ্র ফেরেন ৩০ রানে। কনওয়ে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ব্লেসিং মুজারাবানি ও তিনোতেনদা মাপোসা একটি করে উইকেট নেন। এই সিরিজেও দলে ছিলেন না কনওয়ে। টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন হঠাৎ চোটে পড়লে এক বছর পর ডাক পান কনওয়ে।

এর আগে ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। সর্বোচ্চ ওপেনার ওয়েসলি মাধেভেরের ৩৬ ও ব্রায়ান বেনেট করেন ২১ রান। কিউইদের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন হেনরি।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল