হোম > খেলা > ক্রিকেট

‘একটা-দুইটা সিরিজ দিয়ে মিরাজকে বিচার করা ঠিক না’

ক্রীড়া ডেস্ক    

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।

দল ভালো না করলেও মিরাজ কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে তাঁর কার্যকারিতা দেখিয়ে চলেছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে চার ফিফটি তিনি করেছেন। কিন্তু একজন অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, তখন তাঁর ইমপ্যাক্ট নিয়ে প্রশ্ন ওঠে। ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের কাছে তিন ম্যাচের দুই সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে তাঁর নেতৃত্বে। এমনকি মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ এ বছর ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে।

কোনো কিছুই যখন পক্ষে নেই মিরাজের, তখন তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘যেকোনো অধিনায়ককে কিন্তু একটা-দুইটা সিরিজ দিয়ে মূল্যায়ন করা যাবে না। কমপক্ষে ৬-৭টা সিরিজ যদি না দেওয়া যায়, বেশি সময় যদি না দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না একজন অধিনায়ক কীভাবে একটা দলকে চালাচ্ছে। সুতরাং একটা-দুইটা সিরিজে হবে না।’

যদি উইন্ডিজকে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ধবলধোলাই করতে পারে, তাহলে ৯ নম্বরে উঠবে মিরাজ-নাসুমদের দল। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৯ নম্বরের মধ্যে থাকলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারিয়ে বাংলাদেশ কেবল প্রথম ধাপ পেরিয়েছে। মিরাজ ব্যাটিংয়ে ১৭ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে কেবল ১৬ রান দিয়েছেন।

নান্নুর মতে, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মিরাজ অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘তার যথেষ্ট সামর্থ্য আছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অধিনায়ক ছিল। যথেষ্ট ভালো ক্রিকেটার। মেধা যথেষ্ট আছে। তার কাছে অধিনায়কত্ব কঠিন কিছু না। যেভাবে দলকে পরিচালনা করছে, সামনে আরও অভিজ্ঞতা অর্জন করে ভালো কিছু করবে বলে আশা করি।’ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। এই দুই ম্যাচই মিরপুরে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। তবে মিরাজের নেতৃত্বে দুই টেস্ট খেলে বাংলাদেশ একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।

নিজেদেরই ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল