হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে কত বড় রানের লক্ষ্য তাহলে দিচ্ছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলের ৫ উইকেট ফেলেছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি: বিসিবি

কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ এরই মধ্যে তিন দিন পেরিয়ে গেছে। ম্যাচে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড কত রানের লক্ষ্য দেয়, সেটাই দেখার অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৬ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। নিক কেলি ১১৭ রানে অপরাজিত। উইকেটরক্ষক ব্যাটার মিচ হে ১১ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকের নামের পাশে ৬০ ওভার। তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করেছে ৫৭ বল। ১৯ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়েছে। ৬৯.৩ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৬ রানে অলআউট হয়েছে।

১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড ‘এ’। ১০ রানে ভেঙে যায় সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে কিউই ওপেনার রিস মারিউকে (৬) ফেরান সৈয়দ খালেদ আহমেদ। তিন নম্বরে তখন ব্যাটিংয়ে নামেন কেলি। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার জো কার্টারের সঙ্গে ৯৭ রানের জুটি গড়তে অবদান রাখেন কেলি। ২৯তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ড অধিনায়ক কার্টার আহত অবসর হয়ে মাঠ ছাড়েন। তাঁর নামের পাশে ৩৭ রান। বোলার ছিলেন মোহাম্মদ এনামুল হক।

কার্টার মাঠ ছাড়ার পর ব্যাটিংয়ে নামেন মুহাম্মদ আব্বাস। একপ্রান্তে দাঁড়িয়ে থাকা কেলি তখন দেখেছেন সতীর্থদের আসা-যাওয়া। ১ উইকেটে ১২৫ থেকে ৪০.৪ ওভারে ৪ উইকেটে ১৩৭ রানে পরিণত হয় নিউজিল্যান্ড ‘এ’। হাসান মুরাদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আব্বাস (২), ম্যাট বয়েল (২) ও জশ ক্লার্কসন (৫) দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। পঞ্চম উইকেটে কার্টার-কেলি পুনরায় গড়েন ৫২ রানের জুটি। ৫৮তম ওভারের চতুর্থ বলে কার্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক ১৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫৮ রান।

কার্টার ফেরার পর দিনের বাকি অংশে খেলা হয়েছে ৫০ বল। ৬৬ ওভারে ৫ উইকেটে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। মুরাদ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন খালেদ ও নাঈম।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার