হোম > খেলা > ক্রিকেট

মার্করাম-মিলারের ‘আক্ষেপ’ ছাপিয়ে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

জোহানেসবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডের প্রথম ইনিংস শেষে হয়তো আফসোসে পুড়ছেন এইডেন মার্করাম ও ডেভিড মিলারের। যেখানে মার্করামের সুযোগ ছিল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার এবং সেঞ্চুরির সুযোগ এসেছিল মিলারের। তবে হতাশ হতে হয়েছে দুজনকেই। মিলার-মার্করামের আক্ষেপের দিনে নেদারল্যান্ডসকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ২৫.৫ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপর পঞ্চম উইকেটে মারক্রাম ও মিলার জুটি বেঁধে ডাচ বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ৮৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মারক্রাম। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা প্রোটিয়া এই ব্যাটারের কাছে ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে সেই সৌভাগ্য হয়নি প্রোটিয়া এই ব্যাটারের। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে ফ্রেড ক্লাসেনকে তুলে মারতে গিয়ে লং-অনে টম কুপারের তালুবন্দী হয়েছেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ব্যাটার। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ১১৮ বলে ১৯৯ রানের জুটি। 

মার্করামের পর মিলারও দ্রুত বিদায় নিয়েছেন। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে পল ফন মিকেরেনের কট এন্ড বোল্ড হয়েছেন মিলার। ৬১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হয়েছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের এটাই সর্বোচ্চ স্কোর।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা