হোম > খেলা > ক্রিকেট

শরীফুল-তাসকিনের তোপে এলোমেলো আফগানরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডে বাংলাদেশের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। শুরু থেকেই সফরকারীদের চেপে ধরেছেন বাংলাদেশের পেসাররা। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানরা করে ৩ রান। তৃতীয় ওভার থেকেই আফগানদের উইকেট পড়া শুরু। তৃতীয় ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানের উইকেট নিয়েছেন শরীফুল। ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এরপর পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই রহমত শাহকে ফেরান শরীফুল। এবারও ক্যাচ ধরেন মুশফিক। 

শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই ষষ্ঠ ওভারে আবারও উইকেট হারায় আফগানিস্তান। ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে পুল করতে গিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। টপ এজ হওয়া বল লাফ দিয়ে ক্যাচ ধরেছেন মুশফিক। ২২ বলে ৬ রান করেন গুরবাজ। এখন পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেটে ১৫ রান করেছে আফগানরা। মোহাম্মদ নবী ১ রানে অপরাজিত আছেন আর অধিনায়ক শহীদি এখনো রান করতে পারেননি। 

আজ তিন পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে শেষ ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। একাদশে ফিরেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতেও খেলেছেন তিনি। সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে