হোম > খেলা > ক্রিকেট

শৈশব থেকেই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের

আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে জস বাটলারের সামনে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ প্রস্তুত।আর এই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের ছোটবেলা থেকেই। 

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও অত সহজ ছিল না। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ইংলিশরা।এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। তারপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে চলে যায় ইংলিশরা। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেন,‘এমন স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। এমন চিন্তা ভাবনা করা অবশ্যই ভালো।  শৈশবের  স্মৃতি মনে করিয়ে দেয়। যখন আপনি বাগানে আপনার ভাইবোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন এবং শিরোপা উঁচিয়ে ধরার ভান করতেন।’

এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক। 

ইংল্যান্ড এখন পর্যন্ত দুটো আইসিসি শিরোপা জেতে। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।  আর ঘরের মাঠে  এউইন মরগানের নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।       

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও