ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ পাচ্ছে নতুনত্ব। এখন থেকে এই সিরিজ পরিচিতি পাবে টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজ হিসেবে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে লর্ডসে ২০ জুন থেকে। নিজের নামে সিরিজের নামকরণ তা ভাবতেই বেশ অবাক লাগছে সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের।
টেস্টে ১৪ বারের সাক্ষাতে ৯ বার অ্যান্ডারসনের শিকার হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। লর্ডসে পরশু শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত থাকবেন দুজনেই।
অ্যান্ডারসন বলেন, ‘এটি বিশাল সম্মানের। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। শচীন এমন একজন, যাঁকে দেখে আমি বেড়ে উঠেছি। যদিও তাঁর বয়স নিয়ে তাঁকে আমি অসম্মান করতে চাই না। আমি তাঁকে খেলাটির কিংবদন্তি হিসেবে মনে করি এবং তাঁর বিপক্ষে অনেকবার খেলেছিও। তাই ট্রফিটি আমার নামে হওয়াটা বিশাল সম্মানের বিষয়। আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না।’
গত জুলাইয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। ১৮৮ টেস্ট খেলে তাঁর শিকার ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে কোনো পেসারই তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। অন্যদিকে ২০০ টেস্ট খেলে সর্বাধিক ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার।
অ্যান্ডারসন বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমি সবসময় ভালোবাসি। অ্যাশেজের পর এই সিরিজের দিকে ইংল্যান্ড তাকিয়ে থাকতে সবচেয়ে বেশি। অবশ্যই ভারতে কিছুটা কঠিন সময় কেটেছে আমার। তবে আমরা সেখানে জিতেছিও যা বিশেষ এক মুহূর্ত।’