হোম > খেলা > ক্রিকেট

আপাতত মুমিনুল বিশ্রামেই থাকছেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টে ধারবাহিক ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অধিনায়কত্ব ছেড়ে দেন মুমিনুল হক। নেতৃত্বের দায়িত্ব থেকে নির্ভার হয়ে ক্যারিবীয় সফরে গিয়েও রানের দেখা পাননি। দ্বিতীয় টেস্টে একাদশেই জায়গা হারান মুমিনুল। লাল বলে বাংলাদেশের পরের সিরিজ নভেম্বরে ভারতের বিপক্ষে। দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটই তাই ভরসা এ টপ অর্ডার ব্যাটারের। 

অবশ্য মাঝে বাংলাদেশ এ দলের সঙ্গে মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর কথা উঠেছিল। যদিও এ দলের সঙ্গে ক্যারিবীয় সফরে যাচ্ছেন না তিনি। মুমিনুলকে নিয়ে আজ ‘এ’ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘মুমিনুল আসলে অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনায় আনা–না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি ওকে উপযুক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়।’ 

ঘরের মাঠে ভারত সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ব্যস্ত রাখার সুযোগ পাবেন টেস্ট দলের খেলোয়াড়েরা। সেটার জন্যও অপেক্ষা করতে হবে ক্রিকেটারদের। টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে ভাবছে বিসিবিও। তাঁদের কীভাবে কার্যক্রমের ভেতরে রাখা যায় সেটা নিয়ে বোর্ডে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ মিরপুরে তিনি বলেন, ‘মুমিনুল নয় শুধু, টেস্ট খেলোয়াড়দের কারোর আগামী ২-৩ মাসের মধ্যে কোনো কার্যক্রম নেই। এখন তারা প্র্যাকটিস সেশনে আসবে, খুব শিগগির বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে চলে যাবে।’

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’