হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের হোটেলে ইঁদুরের উপদ্রব অতিষ্ঠ করে তুলেছিল ওয়ার্নার-স্মিথদের! 

দীর্ঘ দুই যুগ পর গত মার্চ-এপ্রিলে পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজটি অজিদের জন্য বেশ ভালোই ছিল। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কাছে ওয়ানডে হারলেও সফরকারীরা জিতেছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। 

তবে পাকিস্তান সফরে মাঠের বাইরের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের। তাঁরা করাচির যে হোটেলে ছিলেন, সেখানকার কক্ষে ইঁদুরের উপদ্রব আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। 
রমিজ রাজার নিয়ন্ত্রণাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ নিয়ে অভিযোগ করায় দ্রুত সমস্যার সমাধান হয়েছিল। এ কারণে পিসিবিকে গতকাল ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

ওয়ার্নার-স্মিথদের এমন অভিজ্ঞতার বিষয়টি উঠে এসেছে পিসিবিকে লেখা সিএর চিঠিতে। তাতে বলা হয়েছে, ‘যখন আমরা করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে বেশ কিছু সমস্যা ছিল। যেমন—কক্ষে ইঁদুর, বাজে গন্ধ ও আরও কিছু সমস্যা যা অপ্রত্যাশিত ছিল। পিসিবি ও আপনাদের কর্মীরা এসব সমস্যার বেশির ভাগই সমাধান করেছেন।’ 

বরাবরই ‘নাক উঁচু’ অস্ট্রেলিয়ানদের চাহিদা পূরণে চেষ্টার কমতি রাখেনি পিসিবি। করোনা-শঙ্কা মাথায় রেখে সব ভেন্যুরই ১৫০টি করে হোটেল কক্ষ ভাড়া করেছিল আয়োজকেরা। দেওয়া হয়েছিল ভিভিআইপি মানের নিরাপত্তা সুবিধা। 

পাকিস্তানের এমন আতিথেয়তায় খুশি অজি বোর্ড, ‘ইসলামাবাদে অবতরণ করার মুহূর্ত থেকে আমাদের দারুণভাবে আপ্যায়ন করা হয়েছিল। প্রতিশ্রুত সব সুযোগ-সুবিধা যথাযথভাবে সরবরাহ করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতেও দুই দেশ এভাবেই একে-অপরের পাশে থাকবে।’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি