হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ৪৬ বছরের গেরো খুলল ভারতের মেয়েরা 

টেস্টে সময়টা দারুণ কাটছে ভারতীয় নারী ক্রিকেট দলের। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত জয় পেয়েছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সিরিজের একমাত্র টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রীত কৌরের ভারত। চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় পেল ভারতের মেয়েরা।  

ওয়াংখেড়েতে প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়ে খেলেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই ধারা অব্যহত রেখেছে চতুর্থ দিনে এসেও। দ্বিতীয় ইনিংসের ৫ উইকেটে ২৩৩ রানে আজ চতুর্থ  দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ৯২তম ওভারের চতুর্থ বলে অ্যাশলে গার্ডনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পূজা ভাস্ত্রকর। ২৩৩ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৬১ রানে। ১৮৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া তাতে লিড পায় ৭৪ রানের।

শুরুতে ধাক্কা খেলেও খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় নারী ক্রিকেট দলের। দ্বিতীয় উইকেটে রিচা ঘোষ ও স্মৃতি মান্ধানার ৮৮ বলে ৫১ রানের জুটিতে ম্যাচ অনেকটা গুছিয়ে নেয় ভারত। রিচাকে আউট করে জুটি ভাঙেন গার্ডনার। এরপর জেমিমা রদ্রিগেজকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মান্ধানা। ১৯তম ওভারে ভারত পেয়ে যায় সেই মাহেন্দ্রক্ষণ। ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার জেস জোনাসেনকে ৪ মেরে ভারতকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন মান্ধানা। ৬১ বলে ৬ চারে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। আর ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন রদ্রিগেজ। ১৫তম টেস্টে এসে অস্ট্রেলিয়ার  বিপক্ষে প্রথম জয় পেল ভারতীয় নারী ক্রিকেট দল। ১৯৭৭ সালে পার্থে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

ভারতের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন স্নেহ রানা। ওয়াংখেড়ে টেস্টে ১১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৫৬ রানে নিয়েছেন ৩ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৬৩ রান খরচায় নেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক হিলি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৪০৬ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন দীপ্তি শর্মা। প্রথম ইনিংসে মান্ধানা করেন ৭৪ রান।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে