হোম > খেলা > ক্রিকেট

সাকিবের কথায় পথ খুঁজে পান নার্ভাস মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্মশালায় বাংলাদেশের স্পিনে নাকাল হয়েছেন আফগান ব্যাটাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। তবে ইনিংসের মাঝের ওভারে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের রানের গতি কমিয়ে রাখেন মিরাজ। ২৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে কিপটে বোলার মিরাজই। ৯ ওভারে বোলিং করে মেইডেন নিয়েছেন তিনটি। ইকোনমি রেট নজরকাড়া– ২.৭৭। ১৫তম ওভারে মিরাজ যখন বোলিং আক্রমণে এলেন তখন আফগানিস্তানের ১ উইকেটে ৭৪ রান। উইকেটে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। প্রস্তুতি ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন মিরাজ। কিন্তু আজ প্রথম ওভারে বোলিং আক্রমণে এসেই নাকি নার্ভাস ছিলেন তিনি।

ইনিংস বিরতিতে সম্প্রচারকারী টেলিভিশনকে মিরাজ বলেন, ‘আমি সত্যিই খুশি তিনটি উইকেট পেয়েছি। প্রথম ওভারে কিছুটা নার্ভাস ছিলাম। অধিনায়ক বলেছেন, যদি ভালো এলাকায় বল করি, তাহলে ভালো হবে। আমার মনে হয় উইকেটটা একটু কঠিন, কখনো টার্ন করে, আবার কখনো সোজা বল চলে যাচ্ছে। তাই আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার।’

আফগানিস্তানকে বড় স্কোর করতে না দেওয়ায় জয়ের ভালো সুযোগ দেখছেন মিরাজ। ম্যাচ তাড়াতাড়ি শেষ করাই তাঁদের লক্ষ্য। এই অলরাউন্ডার বললেন, ‘এটা আমাদের জন্য ভালো সুযোগ (ম্যাচ) তাড়াতাড়ি শেষ করা (ম্যাচ)। আমাদের জন্য জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ব্যাটিংয়ে নেমে মিরাজ তাড়াতাড়ি ম্যাচ শেষ করার চেষ্টাই করছেন। তিন নম্বরে নেমে ইতিমধ্যে তুলে নিয়েছেন ফিফটি।

মিরাজের পাশাপাশি সাকিবও দুর্দান্ত বোলিং করেছেন। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তুলেছিলেন ৪৭ রান। ৯ম ওভারে সাকিব এনে দিয়েছেন ব্রেকথ্রু। রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরানের উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাই মিরাজের কণ্ঠে ঝরল অধিনায়কের প্রশংসার সুর, ‘সাকিব ভাই তাড়াতাড়ি উইকেট পেয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন, এটা আমাদের জন্য দারুণ মুহূর্ত। কারণ, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।’

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল